স্টাফ রিপোর্টার |
লিভার ক্যান্সারে আক্রন্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাংবাদিক ফারুক হোসেন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৭টায় উপজেলা ফতেহাবাদ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। সে দৈনিক বাংলাদেশের সমাচার পত্রিকা প্রতিনিধি ছিলেন। তিনি লক্ষীপুর গ্রামের জাহাঙ্গীর মেম্বারের বাড়ির মৃত আবুল হাশেমের ছেলে। মৃ*ত্যুকালে স্ত্রী ও তিন সন্তান রেখে গেছে।
মৃত্যুর আগে গত মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওর মাধ্যমে তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন। এদিকে ফারুকের মৃ*ত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।