শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের বাস সংকট নিরসনে দাবি

  • আপডেট সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ দেখেছেন :

মো. তামিম হোসেন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলার শিক্ষার্থীদের যাতায়াতে বাস সংকট দেখা দিয়েছে। সংকট নিরসনে এ দুই উপজেলার শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের কাছে আরো একটি বাস বরাদ্দের দাবি জানিয়েছেন।

চৌদ্দগ্রাম রোডে কলেজের একটি বাস নিয়মিত চলাচল করে। বাসটিতে ৫০-৬০ জনের আসন। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬০ শতাংশ উপস্থিতির নিয়ম চালুর পর শিক্ষার্থীদের যাতায়াত বেড়েছে। যে করেনে কলেজের একটিমাত্র বাসে প্রতিদিন দ্বিগুণ শিক্ষার্থী যাতায়াত করেন। এদিকে মিয়াবাজার ও সুয়াগঞ্জ এলাকার শিক্ষার্থীরা কলেজ বাসে আসন না পেয়ে নিয়মিত কলেজে আসতে ভোগান্তির শিকার হচ্ছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বাসে আসন না থাকায় ছাত্রীদেরও দাঁড়িয়ে যাতায়াত করে। এ ছাড়াও ধারণক্ষমতার দুগুণ যাত্রী নিয়ে বাস চলাচল করায় ঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, বর্তমানে বাসে অতিরিক্ত যাত্রী উঠায় প্রতিদিন ছাত্রছাত্রীদের দাঁড়িয়ে ও চাপাচাপি করে যাতায়াত করতে হচ্ছে। এতে বাসের আসন নিয়ে প্রায়ই শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডার হয়।

শিক্ষার্থী সাইদুল হক বলেন, চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলায় একটি বাস যথেষ্ট নয়। অনেক শিক্ষার্থীকে নিজ টাকায় বিকল্প গাড়িতে কলেজে আসতে হয়। সবার পক্ষে নিয়মিত নিজ খরচে আসা সম্ভব হয় না। আমাদের দাবি আরেকটি বাস।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁঞা বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। এ বিষয়ে শিক্ষকদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে উদ্যোগ নেয়া হবে দ্রুত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz