‘বাকপ্রতিবন্ধী সিরাজ মিয়া ও তার স্ত্রী সরল-সোজা প্রকৃতির মানুষ, দুই ছেলেকে হাড়িয়ে ভেঙে পড়েছে তারা‚
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা।
দুই বছর আগে যে পুকুরে ডুবে মারা গিয়েছিল তিন বছরের শিশু সাইমন, সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সেই একই পুকুরে ডুবে মারা গেল তার ছোট ভাই রিফাত (২)।
পরিবারের স্বজনরা বলেন,, সকাল সাড়ে ৯টার দিকে উঠানে খেলা করছিল রিফাত। হঠাৎ করে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে বাড়ির উত্তর পাশের পুকুরে ভাসতে দেখা যায় শিশুটির নিথর দেহ। দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. সায়লা আলম বলেন, “শিশুটি স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা গেছে। আমরা প্রাথমিক পরীক্ষা করে তাকে মৃত পাই।
স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন জানান, দুই বছর আগে একই পরিবারের বড় ছেলে সাইমনও একই পুকুরে ডুবে মারা যায়। তিনি বলেন, একই পরিবারের দুই সন্তানের মৃত্যু একইভাবে—এটি সত্যিই হৃদয়বিদারক ঘটনা। পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, বাকপ্রতিবন্ধী সিরাজ মিয়া ও তার স্ত্রী সরল-সোজা প্রকৃতির মানুষ। জীবনের নানা কষ্টের মাঝেও তিন সন্তান ছিল তাদের একমাত্র ভরসা। এখন বড় ও ছোট ছেলেকে হারিয়ে মাঝের এক সন্তানই পরিবারের বেঁচে থাকার অবলম্বন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।