মো. তামিম হোসেন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলআপ ফি বৃদ্ধির প্রতিবাদে ও তা প্রত্যাহার করতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেছে।
রোববার (৩১ আগস্ট) কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, হঠাৎ করে ফরম ফিলআপের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি করা হয়েছে। এতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অনেক শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।
তাদের দাবির মধ্যে রয়েছে ফরম ফিলআপ ফি বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার, শিক্ষার্থীবান্ধব ও সহনশীল ফি নির্ধারণ, ভবিষ্যতে এ ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত থেকে বিরত থাকা, ইম্প্রুভ ফি সর্বোচ্চ ৩০০ টাকা, ফলাফল পুনর্মূল্যায়ন ফি সর্বোচ্চ ১০০ টাকা, সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ এবং অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা প্রদান। একইসঙ্গে ৬০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে পর্যাপ্ত যানবাহন ও ক্লাসরুমের ব্যবস্থার দাবি জানানো হয়।
এবিষয়ে কলেজ অধ্যক্ষ আবুল বাসার ভূঁঞা বলেন, শিক্ষার্থীরা বেশ কয়েকটি দাবী নিয়ে এসেছে। দাবিগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো আমাদের দায়িত্ব, আর তা পাঠিয়ে দিব।