‘‘স্থানীয়দের দাবি ছেলে ও তার স্ত্রী সাথে বিরোধী ছিল নিহত মা-মেয়ের,,
স্টাফ রিপোর্টার
নগরীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) বিকেলে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নিজঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- রামনগর এলাকার আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম(৭০) ও তার মেয়ে শিল্পী আক্তার(৪০)।
‘‘নিহত লুৎফা বেগমের
ছেলে শাহীন ও তার স্ত্রী আটক,,
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, লুৎফা বেগম ও তার স্বামী পরিত্যাক্তা মেয়ে শিল্পী আক্তারের সাথে শাহীনের স্ত্রী লাকি আক্তারের পারিবারিক কলহ চলছিল দীর্ঘদিন। গত শনিবার বিকেলেও তাদের মধ্যে জগড়া হয়। রোববার দুপুরে লুৎফা বেগম ও শিল্পী আক্তারের মৃত্যুর ঘটনাটি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।
ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, সুরতহালে নিহতদের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে কি কারনে তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে। আমরা নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, নিহত লুৎফা বেগমের ছেলে শাহিন ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে৷ তদন্ত শেষে ঘটনার বিস্তারিত বলা যাবে।