শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রশাসনের উচ্ছেদ অভিযান

  • আপডেট সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৬ দেখেছেন :

স্টাফ রিপোর্টার

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করতে রবিবার (৩১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। এসময় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন।
অভিযানে হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে দখল করে রাখা ফুটপাত দখলমুক্ত করা হয়। এছাড়া হাসপাতালের মূল ফটকের সামনে গড়ে ওঠা এ্যাম্বুলেন্স, সিএনজি ও অটোরিকশার অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। এসব যানবাহনের কারণে সড়কে প্রায়ই তীব্র যানজট সৃষ্টি হতো এ রোগী ও স্বজনদের ভোগান্তি পোহাতে হতো।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দখলকারীদের সতর্ক করা হয় ও কিছু ক্ষেত্রে জরিমানাও করা হয়।
স্থানীয়রা জানান, হাসপাতালের প্রধান সড়ক ও ফুটপাত দখল হয়ে থাকায় রোগী বহনকারী গাড়িগুলো প্রবেশে সমস্যায় পড়ত। এছাড়া রোগী ও স্বজনদের হাঁটার জন্য কোনো স্থান অবশিষ্ট থাকত না। অভিযানের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।
রোগীর স্বজন শফিকুল ইসলাম বলেন, অনেক দিন পর আজ স্বস্তি নিয়ে হাসপাতালে ঢুকতে পেরেছি। আগে ফুটপাত দখল থাকার কারণে হাঁটার জায়গা ছিল না।
ইউএনও ফাতেমাতুজ জোহরা বলেন, হাসপাতালের সামনে শৃঙ্খলা ফেরাতে এবং রোগীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনোভাবেই ফুটপাত ও রাস্তার জায়গা দখল করতে দেওয়া হবে না। এ ধরনের অবৈধ দখলকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। কেউ দখলদারিত্ব করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz