শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

বিতর্ক প্রতিযোগিতায় ভিক্টোরিয়া কলেজের দুর্দান্ত জয়

  • আপডেট সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪৪ দেখেছেন :

প্রতিনিধি, ভিক্টোরিয়া কলেজ

এটিএন বাংলার আলো ঝলমলে মঞ্চে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ডিবেট সোসাইটি (ভিসিডিএস) অর্জন করেছে গৌরবময় জয়।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে আয়োজিত ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তারা প্রাইম ইউনিভার্সিটিকে পরাজিত করে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয়।

প্রতিযোগিতার আলোচ্য প্রস্তাব ছিল, “এই সংসদ মনে করে, এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা রয়েছে। এতে অংশ নেন ভিসিডিএস সভাপতি সানজিদা ফারিহা সুরভী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন অভি, প্রেসিডিয়াম সদস্য আসমা নূর এবং যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) মরজিনা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিডি’র সম্মানীয় ফেলো প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান এবং সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

প্রতিযোগিতায় ভিসিডিএস-এর বিতার্কিকদের উজ্জীবিত করতে উপস্থিত ছিলেন সংগঠনের এডিশনাল মডারেটর ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রতন আলী এবং এডিশনাল মডারেটর ও ইংরেজি বিভাগের প্রভাষক মো. নাজির হোসাইন।

উল্লেখ্য, ভিসিডিএস ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন বিতার্কিক আসরে সাফল্য অর্জন ভিক্টোরিয়া কলেজের মুখ উজ্জ্বল করে আসছে।

ভিসিডিএস-এর এই গৌরবময় সাফল্যে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদ ও সাবেক বিতার্কিকরা অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz