বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আটকে প্রতিবাদ

  • আপডেট সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৯ দেখেছেন :
স্টাফ রিপোর্টার
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করা হয়েছে।
শনিবার দুপুর সাড়ে বারোটায় কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ কর্মসূচি পালন করেন গণধিকার পরিষদের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। তবে যানজটে জনভোগান্তি এড়াতে পুলিশের সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যে অবরোধ তুলে নেয়া হয়।
যুব অধিকার পরিষদ বুড়িচং উপজেলার সাধারণ সম্পাদক আবু কাওসার তাজ বলেন, নুরুল হক নুর ডাকসুর সাবেক ভিপি। তিনি জাতীয় নেতা । তাকে সবাই চিনে । তাকে চিনেও তাকে লাঠিপেটা করে আহত করা হয়েছে । আমরা এর বিচার চাই ।
কুমিল্লা জেলা গণ অধিকার পরিষদের নেতা গিয়াস উদ্দিন বলেন, ২০১৮ সালের কোটা আন্দোলনের নেতা ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর । ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন নুরুল হক নুর । আওয়ামী ফ্যাসিবাদের সময় অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন তিনি। এখন আওয়ামী লীগ না থাকার পরেও তাকে যেভাবে আহত করা হয়েছে নতুন বাংলাদেশে একটা মেনে নেওয়া যায় না ।
ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, গণ অধিকার পরিষদের নেতারা ব্লকেড দেয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা ভোগান্তিতে পড়েছিল । আধা ঘণ্টা পর ব্লকেড উঠিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz