শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

গাজায় নিহত ৬৩ হাজার ছাড়াল

  • আপডেট সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৯ দেখেছেন :

আন্তর্জাতিক ডেক্স

ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থানীয় সময় শুক্রবার বেলা ৩টা পর্যন্ত ইসরায়েলের হামলায় আরও ৫৯ জন নিহত হয়েছেন। এ নিয়ে প্রায় দুই বছরে ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে অন্তত ৬৩ হাজার ২৫ জন নিহত হয়েছেন। এর একটি বড় অংশ শিশু ও নারী। একই সময়ে আহত হয়েছেন দেড় লাখের বেশি মানুষ। নিখোঁজ রয়েছেন আরও কয়েক হাজার।

গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। ইসরায়েল এ তথ্য সঠিক নয় বলে দাবি করলেও জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য সঠিক বলে মনে করে।

তবে কিছু কিছু সংস্থা ও গবেষণাপ্রতিষ্ঠানের মতে, গাজায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। সম্প্রতি ফাঁস হওয়া ইসরায়েলের এক নথির তথ্যমতে, গাজায় নিহত ব্যক্তিদের প্রায় ৮৩ শতাংশ বেসামরিক নাগরিক।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপত্যকাটিতে অপুষ্টিতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে করে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় অপুষ্টিতে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২২–এ, এর মধ্যে শিশু ১২১।

গত ২৪ ঘণ্টায় গাজায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের মধ্যে ২৩ জন ত্রাণ সংগ্রহ করতে গিয়েছিলেন। গত মার্চে গাজায় নতুন করে অবরোধ শুরু করে ইসরায়েল। ফলে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে ত্রাণ বিতরণ করতে পারছে না। সম্প্রতি দৈনিক সীমিতসংখ্যক ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে দিচ্ছে ইসরায়েল, যা প্রয়োজনের তুলনায় অনেক কম।

এ পরিস্থিতিতে গত মে মাসের শেষ থেকে সেখানে ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্রভিত্তিক গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ শুরু করে। বিতর্কিত জিএইচএফ কয়েকটি কেন্দ্র থেকে ত্রাণ বিতরণ করছে। তাদের কেন্দ্র থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত ২ হাজার ২০৩ জন নিহত হয়েছেন। এসব ব্যক্তির অধিকাংশ ত্রাণকেন্দ্রের আশপাশে ইসরায়েলি সেনা ও জিএইচএফের নিজস্ব অস্ত্রধারী নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হয়েছেন। এসব কেন্দ্র থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ২২৮ জন।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গতকাল বেলা তিনটা পর্যন্ত গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন অন্তত ২২৪ জন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় আহত হয়েছেন অন্তত ১ লাখ ৫৯ হাজার ৪৯০ জন।

এ ছাড়া পশ্চিম তীরে একই সময়ে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz