শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

ছাত্রলীগ নেতা কুবি ছাত্রদলের আইন ফোরামের আহ্বায়ক

  • আপডেট সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৫ দেখেছেন :

সংবাদদাতা, কুবি

তারেক রহমানকে দেশে এনে বিচার চেয়ে মানববন্ধন করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে আহ্বায়ক করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রদলের আইন ছাত্র ফোরামের ১২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের পর এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক এবং সমালোচনা।

এরই মধ্যে শুক্রবার (২৯ আগস্ট) বাংলাদেশ জাতীয়বাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সংসদ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি স্থগিত করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, আলোচিত সেই নেতার নাম ইমরান মিয়া। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী। এর আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতি করতেন তিনি। এছাড়া বিভিন্ন সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিরুদ্ধে মানবন্ধন ও কর্মসূচি করতেন। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর এখন তিনি ছাত্রদলের আইন ছাত্র ফোরামের আহ্বায়ক পদে যুক্ত হয়েছেন।

কুবি ছাত্রদলের এক নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, এ কমিটির বিষয়ে আমি অবগত না। যখন জানতে পারি সে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল তখন দায়িত্বশীল ব্যাক্তিদেরকে অবহিত করি। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ত্যাগী নেতারা বরাবরই অবহেলিত হচ্ছে, এ কমিটি তার প্রমাণ।

এ বিষয়ে জানতে কুবি শাখা ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ’র সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁদেরকে পাওয়া যায়নি।

কমিটি স্থগিতের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সংসদের সদস্য (দপ্তরে দায়িত্বপ্রাপ্ত) নাসিমুল গনি মনন বলেন, যখন জানতে পারি সে তারেক রহমানের বিরুদ্ধে মানবন্ধন করেছে এবং ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল সাথে সাথে আমরা এ কমিটি বিলুপ্তি ঘোষণা করি। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।

ছাত্রলীগ নেতাকে দিয়ে  কিভাবে ছাত্র দলের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন ফোরামের কমিটি ঘোষণা করা হয়েছে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, সে আমাদের কাছে তার তথ্য গোপন করে রেখেছিল। আমাদের কাছে বিএনপির কর্মসূচির কিছু ছবি দিয়েছিল। কিভাবে যাচাই-বাচাই করা হয়েছে আহ্বায়ক বলতে পারবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz