স্টাফ রিপোর্টার
আলোকিত কবি-সাহিত্যিক-সাংবাদিক-শিল্পী ও সমঝদার বন্ধুদের জাতীয় কবিতা পরিষদ কুমিল্লার আয়োজনে
আজ শুক্রবার বিকালে গ্র্যান্ড দেশপ্রিয়-এর হল রুমে শরৎ বরন ও আপনজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলার সাবেক পুলিশ সুপার ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু।
সভাপতিত্ব করেন কুমিল্লা জাতীয় কবিতা পরিষদের সভাপতি জহিরুল হক দুলাল। প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট ক্রিয়া অনুরাগী ও আবৃত্তিকার বদরুল হুদা জেনু, বিশেষ অতিথি ছিলেন, পরিসংখ্যান মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মাসুদ রানা চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লার টিপু, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমান রিপন।
স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুব আলম বাবু, এখন টিভি বুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেরাজ।
পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনের সিনিয়ার সহ-সভাপতি কবি ও আবৃত্তিকার শিপন হোসেন মানব, সমতটের কাগজের সম্পাদক সাংবাদিক জামাল উদ্দিন দামাল,নিরাপদ চালক চাই কুমিল্লার শাখার সভাপতি আজাদ সরকার লিটন।
এই সময় উপস্থিত ছিলেন আলোকিত কবি-সাহিত্যিক-সাংবাদিক-শিল্পীসহ অন্যান্য অতিথিরা।