গ্রেপ্তারকৃতরা কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা হলেন, রাকিব হোসেন সামির(১৯),সাইফুল ইসলাম মিজান(২১), ফাহিম(১৬),শাওন(১৭), ইমন(১৮), সিফাত(১৭), রানা(১৮), জাহিদুল ইসলাম রাকিব (২১), নাজমুল হাসান তুষার (১৮), শিমুল (১৭), জিহাদ (১৫), আসাদুল (১৬), সাকিব আল হাসান (১৭), নাইমুল (১৫), ইব্রাহিম জোবায়ের (১৬), রাসেল (১৯), সাহেদ হোসেন হৃদয় (১৭), সাকিব আল হাসান নীরব(১৬), রাব্বি (১৬), সম্রাট (১৭), ও সাইমন(১৮)।