শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

আমরা আলাদা ব্যালট পেপার ছাপবো, ধানের শীষ থাকবে চান্দিনায়

  • আপডেট সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৯ দেখেছেন :
 চান্দিনা প্রতিনিধি : 
ব্যালট পেপার ছাপা যখন হবে তখন দেখবো। প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো। যেখানে ধানের শীষ থাকবে। ধানের শীষ থাকবে চান্দিনায়।’  চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়েরের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে  সমালোচনার ঝড় উঠেছে। ১০ সেকেন্ডের ভাইরাল ওই বক্তব্য  নিয়ে ফেসবুকে অনেকেই নেতিবাচক মন্তব্য করছেন।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল থেকে বক্তব্যটি ভাইরাল হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল ওই বক্তব্যটি গত ১৬ আগস্টের। ওই দিন বিকালে উপজেলার গল্লাই উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে এ বক্তব্য দেন তিনি।
ভাইরাল হওয়া বক্তব্যের বিষয়ে শুক্রবার রাত পৌনে ৮ টায় যুবদল নেতা আবুল খায়ের মুঠো ফোনে বলেন, এখনো তপসিল ঘোষিত হয়নি, জোট হয়নি। এত আগে এলডিপি নেতা রেদোয়ান চান্দিনায় ব্যালটপেপারে ধানের শীষ থাকবে না,এমন কথা বলেছিলেন। তাই দলের দায়িত্বে থেকে আমি রেদোয়ানের এমন কথার প্রতিবাদ করেছি মাত্র। আজ লাইভে এসে এ বিষয়টির ব্যখ্যাও দিয়েছি।
কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন (ভিপি শাহীন) বলেন, ‘বক্তব্যটির বিষয়ে আমি আবুল খায়েরকে জিজ্ঞেস করেছি। তিনি জানিয়েছেন, চান্দিনায় সাবেক সংসদ সদস্য ও এলডিপির মহাসচিব  ড. রেদোয়ান আহমেদ কিছু দিন আগে এক বক্তব্যে বলেছিলেন, চান্দিনায় ধানের শীষ কোনও প্রতীক থাকবে না। সেই বক্তব্যের জেরে আবেগতাড়িত হয়ে আবুল খায়ের বক্তব্যটি দিয়েছেন। তিনি কিছুক্ষণের মধ্যেই তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে গিয়ে বিষয়টি ক্লিয়ার করবেন বলে আশ্বস্ত করেছেন। এখন অন্য দলের লোকজন ভিডিও ভাইরাল করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz