স্টাফ রিপোর্টার
কুমিল্লা দেবিদ্বারের মোহাম্মদপুরে কৃষকের থেকে পাইকারি সবজি কিনতে না পেরে ৬০ শতাংশ জমির লাল শাক ও ডাটা শাক কীটনাশক দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মোহাম্মদপুরের কৃষক শহীদ মিয়া লাল শাক ও ডাটা শাক ক্ষেতে এ ঘটনা ঘটেছে।
কৃষক শহীদ মিয়া ও ব্যবসায়ী ফারুক বলেন, জ্বালে যাওয়া লাল শাক ও ডাটা শাকলট যার বাজার মূল্য ৭০ হাজার টাকা। বর্তমানে এ সবজির ব্যাপক চাহিদা থাকায় একই গ্রামের সোহেল নামে এক ব্যবসায়ী কেনার আগ্রহ ছিল। কিন্তু তারই আগে ফারুক কিনে নেয়। এ ক্ষোভে সোহেল মিয়া কৃষক শহীদের সাথে স্থানীয় একটি চা দোকানে কথা কাটাকাটি ও ক্ষোভ জাড়েন। এবং সবজি কোথায় বিক্রি করবে তা দেখে নেয়ার হুমকি দেন। ঘটনার দিন ভোর রাত ৪ টার সময় অভিযুক্ত ব্যক্তি সোহেল’কে ফসলি মাঠ থেকে ওঠে বাড়ির দিকে যেতে দেখেন ফারুক মিয়া।
এ ঘটনায় এলাকাজুড়ে তিব্র নিন্দার ঝড় বইছে। ব্যবসায়ী ফারুক অভিযুক্ত সোহেলের বিরুদ্ধে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে যানা গেছে।