নিজস্ব প্রতিবেদকঃ
রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের সকল ওয়ার্ডে বেলজিয়াম বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব সাইদুর রহমান লিটন নেতাকর্মীদের নিয়ে জনসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ) বিকাল ৪ টার দিকে কুমিল্লা দেবিদ্বার মোহনপুর এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ গণসংযোগে অংশ নেন। তিনি কুমিল্লা -(৪) দেবিদ্বার আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
গণসংযোগ চলাকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী ও এলাকাবাসীর হাতে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারপত্র তুলে দেন তিনি।
এ সময় সাইদুর রহমান লিটন বলেন, গত ১৫ বছরে রাষ্ট্রের সবকিছু ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। এখন রাষ্ট্রটিকে নতুন করে সাজাতে হলে আগে সেটি মেরামত করতে হবে। এজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছেন। এই ৩১ দফাই রাষ্ট্র মেরামতের রূপরেখা। এর বিকল্প নেই।
তিনি আরও বলেন, ৩১ দফা বাস্তবায়ন করতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাই ধানের শীষে ভোট দিয়ে জনগণ যেন তাদের রাষ্ট্রীয় অধিকার ফিরে পায়- সেই আহ্বান জানানো হচ্ছে।
গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেলজিয়াম বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইদুর রহমান লিটন আরোও বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বেলজিয়াম বিএনপি ছাড়াও চষে বেরিয়েছি বিভিন্ন রাষ্ট্রে, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দেশের জনগণের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি, পাশাপাশি কুমিল্লা- ৪ (দেবিদ্বার) আসনে দীর্ঘ সময় ধরে জনগণের সঙ্গে মিশে কাজ করেছি। আমি জনগণের সেবক হয়ে থাকতে চাই আজীবন।
গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন।