শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

বড়শালঘরে কলম-খাতা-ব্যাগ পেল ২ হাজার শিক্ষার্থী

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২০ দেখেছেন :

স্টাফ রিপোর্টার

আলাউদ্দি সরকার ফাউন্ডেশন। কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের একটা সামাজিক সংগঠন।

এ সংগঠন বড়শালঘর গ্রামে ২ হাজার শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম এবং ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করেছে। এছাড়াও বিদ্যালয়গুলোর আঙ্গীনায় বৃক্ষরোপন করেছেন সংগঠনের আয়োজক ও অতিথিরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বড়শালঘর গ্রামের মোজাফ্ফর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই কর্মসূচীর উদ্বোধন করা হয়।

প্রবীণ শিক্ষক আলহাজ্ব মো. ইউনুছ মিয়ার সভাপতিত্বে এবং মো. সফিউল্লাহ ইউনুস হেলালির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন

আলোচকরা আরো বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিপর্যয় থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ করে বিশুদ্ধ অক্সিজেন পেতে প্রতিটি বিদ্যালয়ের আঙ্গীনাকে বৃক্ষরোপনের মাধ্যমে অক্সিজেন ফ্যাক্টরীতে পরিনত করতে হবে। শিশুদের পাঠ্যসূচীর অন্তর্ভূক্ত পাঠক্রম শিক্ষাদানের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাদের মাদক, সন্ত্রাস, মোবাইলসহ নানা অপরাধ থেকে দূরে রাখতে,- স্বাস্থ্য সুরক্ষা, মেধা ও মনন বিকাশে খেলাধূলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডে মনোনিবেশ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলাউদ্দি সরকার ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা আহবায়ক আলহাজ্ব মাহববুল আলম সরকার, ইঞ্জিনিয়ার তাহসিন আহসান, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, মোজাফ্ফর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খাতুন ছিদ্দিকা প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz