শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

দে‌বিদ্বা‌রে ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৮ দেখেছেন :

দে‌বিদ্বার প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে চিহ্নিত মাদক কারবারী মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এসময় তার কাছে ১৮০ পিস ইয়াবা জব্ধ করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

বুধবার (২৭ আগষ্ট) রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন ফুয়াদের নেতৃত্বে একটি টিম দেবিদ্বার পৌরসভার বড়আলমপুর গ্রামের মোশারফের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার ঘরে তল্লাসী চালিয়ে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোশারফ হোসেন পৌর এলাকার বড় আলমপুর গ্রামের মৃত মো. বজলু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মোশারফ হোসেন এই এলাকার চিহ্নিত মাদক সম্রাট। গত বছর তাকে গ্রেপ্তারের দাবিতে চার গ্রামের লোকজন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। পরে সে গ্রাম থেকে পালিয়ে যায়। গত ৪/৫ মাস আগে সে আবার গ্রামে আসে। তাকে কয়েকদিন পর পর মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয় কিন্তু আবার জেল থেকে বের হয়ে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। আমরা মাদকমুক্ত একটি গ্রাম চাই।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, মোশারফ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বুধবার রাতে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে থানায় সোর্পদ করে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ৬টি মামলা রয়েছে। বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নতুন আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz