স্টাফ রিপোর্টার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় ইউর্টানে কার্ভাটভ্যান চাপা একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাস্থলে মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সদর দক্ষিণ উপজেলার দয়াপুর ইউটার্ন এ ঘটনা হয়। ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম আবুল হাসান (৪৫)। তিনি সদর দক্ষিণ উপজেলার লুইপুরা গ্রামের মৃত কালম সিদ্দিকের ছেলে। নিহত আবুল হাসান ওমান প্রবাসী ছিলেন।
জানা গেছে, গত শুক্রবার কুমিল্লা পদুয়ারবাজার ইউর্টানে লরি চাপায়া প্রাইভেটকার পৃষ্ঠে একই পরিবার চার জনের মৃত্যু হয়। এই ঘটনায় পদুয়ারবাজার ইউর্টান বন্ধ করে দেয় প্রশাসন। যে করেন চাপ পরে দক্ষিণের দয়াপুর ইউর্টানে। এই ইউর্টানে গত পাঁচ দিনে ১১টি দূর্ঘটনা ঘটেছে।
এদিকে দায়াপুর ইউর্টানে দূর্ঘটনায় মৃত্যুতে মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। অবরোধকারীদের দাবি পদুয়ার বাজার ইউটার্ন খুলে দিতে হবে। যে করেনে প্রশাসন অবরোধকারীদের দাবির মুখে পদুয়ার বাজারের বন্ধ ইউটার্ন খোলে দেয়।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, কার্ভাটভ্যান চাপা দিয়ে চলে যায়। এজন্য আটক করা যায়নি। একটি অপমৃত্যু মামলা হয়েছে। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।