রকিব উদ্দিন ভূইয়া তুহিন, চান্দিনা
কুমিল্লার চান্দিনা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি দেশের সমসাময়িক রাজনীতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কুমিল্লা উত্তর জেলা সভাপতি একেএম সামছুল হক মাস্টার, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম, চান্দিনা প্রেস ক্লাব উপদেষ্টা সাংবাদিক কাজী রাসেদ, সভাপতি ও কালেরকন্ঠ প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, সহ-সভাপতি ঢাকা পোস্ট ৭১ প্রতিনিধি ওসমান গণি, সহ-সভাপতি ও মানবজমিন প্রতিনিধি রকিব উদ্দিন ভূইয়া তুহিন, যুগ্ম সম্পাদক ও নয়াদিগন্ত প্রতিনিধি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তর ও বাংলার আলোড়ন প্রতিনিধি মো. আবদুল বাতেন, অর্থ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও কাল বেলা প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ, সদস্য ও রূপসী বাংলা প্রতিনিধি সোহেল রানা, সংগ্রাম প্রতিনিধি আবু সাঈদ, মাতৃছায়া প্রতিনিধি আবুল কালাম আজাদ প্রমুখ।