শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল ছয় বসতঘর, ক্ষতি ৩০ লাখ

  • আপডেট সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২০ দেখেছেন :

সংবাদদাতা, ব্রাহ্মণপাড়া 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘরসহ ৬টি ঘর পুড়ে গেছে। প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর দক্ষিণপাড়া ফকির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে ৬টি ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেল পাঁটার দিকে ফকির বাড়ি থেকে আগুন আগুন চিৎকার শুনে এগিয়ে যায় স্থানীয় লোকজন। পরে ওই বাড়ির বাসিন্দারাসহ আশপাশের লোকজন দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুড়িচং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে তারা আগুন নিয়ন্ত্রণ হওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় ফকির বাড়ির মৃত রশীদ মিয়ার ছেলে মিশন মিয়া (মুশন) ও মামুনুর রশীদ এবং মৃত সুলতান মিয়ার ছেলে বিল্লাল হোসেন ও ইসমাইল হোসেনের ৪টি বসতঘর ও ২টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্ত মাহমুদা জাহান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি আমি শুনেছি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি এই অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা প্রকাশ করছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz