আল-আমিন কিবরিয়া
কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, দ্রুত সংস্কার এবং সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
বুধবার (২৭ আগস্ট) সকল ৯ টায় থেকে দুপুর ১ টা পর্যন্ত এই কর্মসূচি হয়। তবে প্রশাসনের আশ্বাসে অবরোধকারীরা অবরোধ উঠি নেন। যে কারণে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। কিন্তু অবরোধকারীরা যে দাবি জানান সে দাবি অনর ছিলেন তারা।
দেখা যায়, সড়কের বুড়িচং উপজেলার দেবপুর ও কংশনগর, দেবিদ্বার উপজেলার সদর ও জাফরগঞ্জ বাজার এবং মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে একই সময় সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ হয়। অবরোধকারীরাদের সাথে একমত পোষণ করে বিভিন্ন বাস, সিএনজি অটোরিক্সার চালকরাও।
অবরোধকারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে মহাসড়কটি চার লেনে উন্নীত করার প্রস্তাব থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। সড়কজুড়ে খানাখন্দ থাকায় প্রতিদিন যাত্রী ও যানবাহনের চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সংকীর্ণ ও ভাঙাচোরা সড়কে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানি ও অঙ্গহানি বাড়ছে। দ্রুত সড়ক সংস্কার ও নিরাপদ চলাচলের ব্যবস্থা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
মোটরসাইকেল আরোহী আবুল হোসেন বলেন, আওয়ামী লীগের সময় সড়ক নিয়ে গেছে নোয়াখালী। বিএনপির আমলে সড়ক নিয়ে গেছে সিলেট। আমাদের কথা কেউ চিন্তা করে নাই। আমার অনেক ভোগান্তি নিয়ে এই সড়কে চলাফেরা করি। সরকারের কাছে আমাদের আকুল আবেদন দ্রুত সময়ের মধ্যে এই সড়ক সংস্কার করা হোক।