নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট ) বিকালে সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ টি এ হাইস্কুল এন্ড কলেজ মাঠে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন। বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।
তিনি বলেন, আমরা দীর্ঘদিন যাবত কুমিল্লার সাবেক-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবি জানিয়ে আসছি। বর্তমান নির্বাচন কমিশন আমাদের নির্বাচনী আসনকে লাকসাম ও চৌদ্দগ্রামের সাথে পুনর্বিন্যাস করে খসড়া প্রকাশ করেছে। নির্বাচনী এলাকার লোকজন এই খসরার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আমিও নির্বাচন কমিশনে প্রতিবাদ জানিয়ে আসছি। যদি আমাদের দাবি অনুযায়ী নির্বাচনী এলাকা
পুনর্বহাল না করে দক্ষিণ কুমিল্লার মানুষকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয়া হয় তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। এর বিকল্প কিছু হলে রাস্তা থেকে আমার লাশ কুড়িয়ে নিতে হবে।
আগামী ৩ তারিখ কুমিল্লা অভিমুখে এবং ১০ তারিখ নির্বাচন কমিশন অভিমুখে লাল পতাকা মিছিল হবে। সম্মেলনে এডভোকেট আখতার হোসাইনকে সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও ওমর ফারুক চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং মাসুদ করিমকে লালমাই উপজেলা বিএনপির সভাপতি ও ইউসুফ আলী মীর পিন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। সম্মেলনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য হেনা আলাউদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, মোস্তফা জামান, সরোয়ার জাহান বাদল, জামাল খন্দকার, লালমাই উপজেলা বিএনপির আহবায়ক মাসুদ করিম, সদস্য সচিব ইউসুফ আলী মীর পিন্টু প্রমুখ।