দেবিদ্বার প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হৃদয় (১৯) নামে এক হেল্পার নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে দেবিদ্বার-চান্দিনা সড়কের কাচিসাইর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় মুরাদনগর উপজেলার শিবানীপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। তিনি স্থানীয় ফাইভ স্টার ব্রিকসের ট্রাক্টরে হেল্পারের কাজ করতেন।
ট্রাক্টর চালক ইমন জানান, তারা চান্দিনা কলেজে ইট সরবরাহ শেষে ফিল্ডে ফিরছিলেন। এ সময় হৃদয় ট্রলি ও ইঞ্জিনের সংযোগস্থলে দাঁড়িয়ে ছিলেন। কাচিসাইর এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দ পেয়ে ইমন পেছনে ফিরে দেখেন হেল্পার হৃদয় নিচে পড়ে গেছে। দ্রুত ট্রাক্টর থামিয়ে তাকে ধরেন এবং মাথায় পানি দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রত্যক্ষদর্শীদের মতে, অসতর্কতাজনিত কারণে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, ইটভাটার ট্রাক্টরে হেল্পাররা অনেক সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় চলন্ত ট্রাক্টরে দাঁড়িয়ে থাকে। ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
এ বিষয়ে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মঈন উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’