দেবিদ্বার প্রতিনিধি ||
২৫ কোটি টাকা ব্যয়ে নির্মীত কুমিল্লার সর্ববৃহৎ অত্যাধুনিক ১০০ শয্যার দেবিদ্বার জালাল উদ্দিন ফাউন্ডেশন মা, শিশু ও ডায়াবেটিক হাসপাতাল নির্মাণের ৫ বছর পর চালু হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা কর্মকর্তারা। আগামী সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
জানা গেছে, ঠিকাদারের অনিয়ম, দূর্নীতি, জালাল উদ্দিন ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ডের গাফলতি এবং করোনাকালীন সময়ের কারনে তিন দফায় সময় বৃদ্ধি করার করা হয়। পরে জালাল উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে নতুন করে ৬ সদস্যের একটি পরিচালনা পরিষদ গঠন করে ঘুরে দাড়াবার চেষ্টা করে। এরইমধ্যে ৫ বছর আগে ক্রয়কৃত বিভিন্ন আসবাব ও চিকিৎসা সামগ্রীসহ লক্ষ লক্ষ টাকার মালামাল ও যন্ত্রপাতি নষ্ট এবং মেয়াদ উত্তির্ণ হয়ে গেছে বলেও হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন।
দেবিদ্বার সমাজ সেবা কর্মকর্তা বরুন কুমার দাস বলেন, হাসপাতালটিতে সরকার ৮০ শতাংশ অর্থায়ন করেছে ৩০ শতাংশ গরিব অসহায় মানুষের চিকিৎসাসেবা পাওয়ার জন্য। হাসপাতালে নিয়োগের বিষয়টি এবং বেতন ভাতাদী ফাউন্ডেশনের হাতে।