শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

৫ বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ

  • আপডেট সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২২ দেখেছেন :

স্টাফ রিপোর্টার

বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক পাঁচ বাংলাদেশী নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ। সোমবার (২৫ আগস্ট) জেলার বিকেলে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের গ্রহণ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত মেইন পিলার ২১২৫ এর আনুমানিক পাঁচ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনীর গীলাবাড়ি নামক স্থানে তাদের হস্তান্তর করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

ওই ৫ নাগরিক হলেন, নওগাঁর পত্নীতলা থানার রগুনাথপুর (যোগীবাড়ী) গ্রামের আবু জাফরের ছেলে মো. রাফি (২৫), চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার হেদায়েত উল্লার ছেলে মো. আবুল বাশার (৫৫) ও ফেনীর পরশুরাম উপজেলার বটতলী বাজার এলাকার নিজকালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেন দিলুর ছেলে এমদাদ হোসেন (২৭), ছাগলনাইয়া উপজেলার ফয়েজ আহাম্মদের ছেলে মো. গিয়াস উদ্দিন (৪০), পরশুরাম উপজেলার গুথুমা গ্রামের খায়েজ আহাম্মদ ভূঞার ছেলে সাইদুজ্জামান ভূঁঞা (২৯)।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত বাংলাদেশী নাগরিকগণ বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে বিভিন্ন স্থানে অবস্থানকালে স্থানীয় ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে দায়িত্বপূর্ণ এলাকার বিএসএফ তাদের ফেরত দেবার ব্যাপারে বিজিবির নিকট অনুরোধ করলে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে তাদের নাগরিকত্ব ও ঠিকানা যাচাই করে সঠিক পাওয়া যায়। আজ বিজিবি-বিএসএফ যৌথ সমন্বয়/পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বাংলাদেশী নাগরিকের যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর- গ্রহণ সম্পন্ন করে অবৈধ অনুপ্রবেশের দায়ে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, আমাদের সঙ্গে বিএসএফ যোগাযোগ করলে তাদের আমরা গ্রহণ করি। আইনি প্রক্রিয়া শেষ হলে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz