দেবিদ্বার প্রতিনিধি
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সরকারী , প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
সোমবার দুপুরে ২০২৫-০২৬ অর্থ বছরের মৎস অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় উপজেলার ৮টি সরকারী ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ৪২৫ কেজি পোনা মাছ অবমুক্ত করেন প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক অশোক কুমার দাস, দেবিদ্বার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়, কুমিল্লা (উঃ) জেলা জামায়াতের সেক্রেটারী মো. সাইফুল ইসলাম সহিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহমুদুল হাসান নাফি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, একাডেমি সুপারভাইজার মো. মাঈনুদ্দিন ও উপজেলা খামার ব্যবস্থাপক মো. মামুনুর রশিদ প্রমুখ।
সরকারী ও প্রাতিষ্ঠানিক পুকুরে পোনা মাছ অবমুক্তি করে প্রধান অতিথির বক্তব্যে, জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন বলেণ, জেলেদের কেউ কেউ অবৈধ জাল ও বিষ প্রয়োগের মাধ্যমে মাছ শিকার করায় অনেক প্রজাতির মাছ আজ বিলুপ্তির পথে। মাছের প্রজনন ও সংরক্ষণে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। না হলে আমাদের মৎস্যসম্পদ ধ্বংস হয়ে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম বহু প্রজাতির মাছ থেকে বঞ্চিত হবে।