দেবিদ্বার প্রতিনিধি |
কুমিল্লার দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক আঁখিনুর আক্তারের উপর হামলা করেছে মাদক ব্যবসায়িরা।
হামলার পরপর রাতেই অভিযান চালিয়ে হামলাকারীকে গ্রেফতার করেছে র্যাব- ১১, সিপিসি-২, কুমিল্লা।
মামলা সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে আঁখিনুর আক্তার। তিনি দৈনিক যুগান্তরে ঢাকা সিটি প্রতিনিধি হিসেবে কাজ করার সুবাধে ঢাকায় থাকেন। একমাত্র বড় বোন লাকি আক্তার থাকেন শশুর বাড়িতে। তাদের মা রফেজা বেগম গ্রামের বাড়িতে থাকেন। পাশ্ববর্তী বাড়ির সন্তোষ চন্দ্র দাসের ছোট ছেলে সুমন চন্দ্র দাস ও তার স্ত্রী ভাগ্য রানী দাস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জরিত।
সাংবাদিকের মা একা বাড়িতে থাকার সুযোগে তাদের বসত ঘরে মাদক রেখে ব্যবসা চালিয়ে যেতে চায় মাদক ব্যবসায়ি সুমন। সে কারনে সুমন ওই নারী সাংবাদিকের মাকে চাপ প্রয়োগ করে তাদের ঘরে মাদক রাখতে। সাংবাদিক আঁখিনুর আক্তারের মা রফেজা বেগম এতে রাজি না হওয়ায় তাকে গালমন্দ করে এবং মারধর করতে আসে মাদক ব্যবসায়ি সুমন চন্দ্র দাস। বিষয়টি জানতে পেয়ে সাংবাদিক আঁখিনুর আক্তার মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলে এতে মাদক ব্যবসায়ি সুমন আরো ক্ষিপ্ত হয়ে উঠে।
গত শনিবার বিকালে সাংবাদিক আঁখিনুর আক্তার ও তার বড় বোন বাড়িতে আসলে মাদক ব্যবসায়ি সুমন তার দলবল নিয়ে তাদের উপর হামলা চালায় এবং তাদেরকে মারধর করে। ওই ঘটনায় রোববার বিকালে সাংবাদিক আঁখিনুর আক্তার বাদী হয়ে মাদক ব্যবসায়ি সুমন চন্দ্র দাস, তার স্ত্রী ভাগ্য রানী দাস, বড় ভাই উত্তম চন্দ্র দাস ও বড় ভাইয়ের স্ত্রী রিতা রানী দাসকে আসামী করে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। মামলা নাম্বার ২৫।
মামলার পরপর রাতেই অভিযান চালিয়ে হামলাকারীকে গ্রেফতার করেছে র্যাব- ১১, সিপিসি-২, কুমিল্লা।
এ ব্যাপারে র্যাব- ১১, সিপিসি- ২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় নারী সাংবাদিকের উপর হামলার ঘটনায় রাতেই দেবিদ্বার উপজেলার রাজামেহার থেকে গ্রেফতার করা হয় সুমন চন্দ্র দাসকে।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।