আব্দুল গাফফার সুমন, মনোহরগঞ্জ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনি এলাকা সমূহের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে দাবী ও আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত শুনানী (২৪ আগষ্ট) রবিবার নির্বাচন ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আসনসমূহ পূর্নবহালের দাবীতে কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনসহ কুমিল্লার অন্যান্য আসনের আবেদনকারীরা শুনানিতে যোগ দেন।
শুনানিতে উপস্থিত অধিকাংশ বক্তারাই আসনসমূহ পূর্নবহালের পক্ষে বক্তব্য রাখেন। উল্লেখ্য গত ৩০ জুলাই সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর সীমানা পূর্নবহালের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়।
শুনানীতে বক্তব্য রাখেন সাবেক এমপি মনিরুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাবেক এমপি আব্দুল গফুর ভঁূইয়া, ব্যারিষ্টার আব্দুল্লাহ আল মামুন, সামিরা আজিম দোলা, অধ্যাপক রেজাউল করিম, সাবেক এমপি ডা. আবদুল্লা মোহাম্মদ তাহের এর পক্ষে এ্যাডভোকেট আবদুল্লা আল মামুন রাসেল।
কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম বলেন লাকসাম, মনোহরগঞ্জ আসন এক থাকা এটা আমার এলাকার মানুষের প্রানের দাবী। লাকসাম-মনোহরগঞ্জকে আর খন্ডিত না করে কুমিল্লা-০৯ সংসদীয় আসন পূর্বের ন্যায় বহাল রাখার জোর দাবী জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর, সাবেক সচিব আবু তালেব, সহকারি এ্যাটর্নি জেনারেল আ্যাড. নাজমুল হক, এ্যাড. মো. আবদুর রহিম (রনি), এ্যাড. মো. মুজাহিদুল ইসলাম, লাকসাম উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী, সাধারন সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব শাহ সুলতান খোকন, গিয়াস উদ্দিন সৈকত, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, কুমিল্লা জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সারোয়ার মোর্শেদ নান্নু, বিজনেস ফোরাম কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য হামিদুর রহমান সোহাগ, মনোহরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদার, যুবদলের আহবায়ক রহমত উল্লা জিকু, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, বাহারুল আলম বাবর, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল আহবায়ক মোবারক হোসেন বিল্লাল প্রমুখ।