অনলাইন ডেক্স
আজ কক্সবাজারে শুরু হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন। এতে যোগ দিচ্ছেন ৪০টি দেশের প্রতিনিধিরা। সম্মেলনে অংশ নিতে আগামীকাল ২৫ আগস্ট কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
২৪, ২৫ ও ২৬ আগস্ট কক্সবাজারের ইনানীতে হোটেল বেওয়াচে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা ইস্যুটিকে খুব গুরুত্ব দিয়ে দেখছেন। গেল রমজানে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্প সফর করেছিলেন। সেসময় প্রধান উপদেষ্টা বলেছিলেন আগামী ঈদ যেন রোহিঙ্গারা তাদের দেশে উদযাপন করতে পারে।
সেই আলোকে রোহিঙ্গা সংকট যাতে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয় সে জন্য তিনটি আন্তর্জাতিক সম্মেলন করার পরিকল্পনা নেয়া হয়। তার প্রথমটি আজ ২৪ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে।
জানা গেছে, ৩০ সেপ্টেম্বর সবচেয়ে বড় সম্মেলনটি হবে জাতিসংঘে। সেখানে ১৭০টি দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। তারপর কাতারের দোহাতে আরেকটা বড় সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার।
রোহিঙ্গারা যে মানবিক সংকটের সম্মুখীন হয়েছে, যেই গণহত্যার ঘটনা ঘটেছে, তাদের কথা আন্তর্জাতিক ফোরামে আসা অনেকটা কষ্টকর। এদিকে কক্সবাজারের সম্মেলনে ৪০টি দেশের প্রতিনিধিরা থাকবেন। অনেক আন্তর্জাতিক ও জাতিসংঘের সংস্থা এখানে থাকবে। তাদের সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠী সরাসরি সম্পৃক্ত হতে পারবেন, তাদের কথা বলতে পারবেন। আজ ২৪ আগস্ট এ ধরনের একটি আয়োজন রাখা হয়েছে। ২৫ আগস্ট কক্সবাজারে যাবেন প্রধান উপদেষ্টা। সম্মেলন শেষ হবে ২৬ আগস্ট।
এদিকে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন ও প্রধান উপদেষ্টার আগমন ঘিরে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলাবাহিনী। জোরদার করা হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা।
অতিরিক্ত পুলিশ সুপার জসিমুদ্দিন চৌধুরী বলেন, গুরুত্বপূর্ণ এই সম্মেলন ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্মেলন প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে অংশগ্রহণকারী প্রতিনিধিরা কক্সবাজার এসে পৌছাঁইছেন।