শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

ঢাকায় হেযবুত তওহীদ ছাত্রফোরামের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৭ দেখেছেন :
ঢাকা অফিস : 
ঢাকার আইডিইবি হলে বর্ণাঢ্য আয়োজনে হেযবুত তওহীদ ছাত্রফোরামের কেন্দ্রীয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদ ছাত্রফোরামের সভাপতি রাদ উল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের মাননীয় ইমাম ও সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের প্রচলিত শিক্ষা ব্যবস্থা ঔপনিবেশিক ষড়যন্ত্রের ফসল। এই ব্যবস্থায় শিক্ষিত হয়ে ছাত্ররা বড় চোর, ডাকাত, ঘুষখোর ও অহংকারী হয়ে উঠছে। যত বেশি শিক্ষিত হচ্ছে, ততবেশি অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। অথচ প্রকৃত শিক্ষা মানুষের ভেতর সততা, ন্যায়পরায়ণতা ও মানবতার বোধ জাগ্রত করে।
এই ধ্বংসাত্মক শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে তওহীদভিত্তিক ইসলামী শিক্ষার সূচনা করতে হবে। তখনই এমন একটি সমাজ গড়ে উঠবে যেখানে মানুষ ঘরের দরজা খুলে নিশ্চিন্তে ঘুমাতে পারবে, দুর্নীতি-সন্ত্রাস ও অবিচার থেকে মুক্তি পাবে।”
তিনি আরও বলেন,“একটি ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে। ছাত্ররাই জাতির মেরুদণ্ড। তারা যদি প্রকৃত ইসলামের শিক্ষা ও আদর্শকে ধারণ করে এগিয়ে আসে, তবে এই জাতি অচিরেই আলোকিত সমাজে রূপ নেবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় দায়িত্বশীলগণ, ছাত্রফোরামের বিভাগীয় ও জেলা দায়িত্বশীলরা। এছাড়াও দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আসা হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী সম্মেলনে যোগ দিয়ে প্রোগ্রাম স্থলকে কানায় কানায় পরিপূর্ণ করেন।
সম্মেলনের শেষ পর্বে প্রধান অতিথি হেযবুত তওহীদের মাননীয় ইমাম ও ছাত্রফোরামের প্রতিষ্ঠাতা হোসাইন মোহাম্মদ সেলিম আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে হেযবুত তওহীদ ছাত্রফোরামের উদ্বোধন ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz