শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

দেবিদ্বারে ৫৪ বছর শিক্ষকতা শেষে সজ্জিত গাড়িতে আব্দুর রহমান বিদায়

  • আপডেট সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৪ দেখেছেন :

স্টাফ রিপোর্টার

কুমিল্লার দেবিদ্বার উপজেলার উজানীজোড়া ফোরকানিয়া মাদরাসা। এই মাদরাসায় ৫৪ বছর শিক্ষকতা করেছেন মাওলানা ক্বারী আব্দুর রহমান। শুক্রবার (২২ আগস্ট) তিনি অবসর নেন। ক্বারী আব্দুর রহমানকে বিদায় দিতে করা হয় এক সংবর্ধনা অনুষ্ঠান। তার সম্মানে দেওয়া হয় সম্মাননা ক্রেস্টসহ হরেক রকম উপহার। পরে অশ্রুসিক্ত নয়নে হয় বিদায়। সজ্জিত গাড়িতে সহকর্মী, শিক্ষার্থী ও গ্রামবাসী আব্দুর রহমানকে পৌঁছে দেন তার বাড়িতে।

গুণী এই শিক্ষকের বিদায় দিন স্মরণীয় করে রাখতে  এই  সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে উজানীজোড়া ফোরকানিয়া হয়।

জানা গেছে, ক্বারী আব্দুর রহমান উজানীজোড়া মাদ্রাসা প্রতিষ্ঠাকাল ১৯৭১ সাল থেকে শিক্ষক করেছে। তার আন্তরিক প্রচেষ্টায় অত্র এলাকায় দ্বীনি শিক্ষার আলো ছড়ায়। তার হাত ধরে মানুষের মত মানুষ হয়েছে হাজার হাজার শিক্ষার্থী। সে কারণে গুণী এ শিক্ষকের বিদায় দিন স্মরণীয় করে রাখতে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে উজানীজোড়া ফোরকানিয়া হয়।

এ সময় উজানীজোড়া গ্রামের তাজুল ইসলাম খন্দকার। মিজানুর রহমান মাস্টার, আব্দুল কুদ্দুস, আজিজ খন্দকার, আতিকুর রহমান, শাহ মোঃ মমিন মুন্সি, এবিএম ইকরামুল বারী বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রাক্তণ শিক্ষার্থী ছাদেকুর রহমান, মামুন খন্দকারে, আব্দুল সাত্তার খন্দকার ফয়সাল খন্দকার, সিয়াম খন্দকার, জুয়েল খন্দকার, আলমগীর হোসেন গাজী, নুরুল ইসলাম সওদাগর-সহ প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz