আল-আমিন কিবরিয়া
উপমহাদেশের বাম রাজনীতির অন্যতম পুরোধা, মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সাবেক সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামী দিন (২৩ আগস্ট) শনিবার।
২০১৯ সালের এই দিনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।
অধ্যাপক মোজাফফর আহমদের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। মোজাফফর আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেবিদ্বার উপজেলা ন্যাপের পক্ষ থেকে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ১০টায় মোজাফফর আহমদের নিজ গ্রাম দেবিদ্বার উপজেলার এলাহাবাদে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন দলের নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টায় চেতনায় বাংলাদেশ অফিসে আলোচনা অনুষ্ঠিত হবে। এ ছাড়া নারায়ণগঞ্জের সামাজিক বিজ্ঞান পরিষদে এবং ন্যাপের কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লার দেবিদ্বারের এলাহাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন অধ্যাপক মোজাফফর আহমদ। ১৯৩৭ সালে রাজনীতিতে যুক্ত হয়ে তিনি আজীবন গণতন্ত্র ও বামপন্থি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ৫২’র ভাষা আন্দোলন ও ৭১’র মুক্তিযুদ্ধে তার সক্রিয় ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন লাভে তিনি সোভিয়েত ইউনিয়নসহ সমাজতান্ত্রিক দেশসমূহে সফর করেন। পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের সমন্বয়ে সশস্র গেরীলা বাহিনী গড়ে তুলেন। পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদে থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অধ্যাপক মোজাফফর আহমদ নীতিনিষ্ঠ ও আপসহীন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সর্বমহলে সম্মানিত ছিলেন।