বুড়িচং প্রতিনিধি
বুড়িচং উপজেলা বিএনপির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি।
দীর্ঘদিন ধরে তিনি দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে আসছেন। তাঁর নিরলস পরিশ্রম, সাহসী নেতৃত্ব, ত্যাগ ও জনগণের পাশে থাকার মানসিকতা তাঁকে আজকের এই গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে দিয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, হুমায়ুন কবির বাবুল সাহেব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বুড়িচং উপজেলা বিএনপির কার্যক্রম আরও গতিশীল হবে এবং দল শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে।
নেতা-কর্মী ও এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রাম নতুন গতি পাবে।