শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন

দেবিদ্বারে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত এক, আহত চার

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৮ দেখেছেন :

দেবিদ্বার প্রতিনিধি

দেবিদ্বারে সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল ওয়াহেদ সরকার (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও চারজন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চরবাকর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওয়াহেদ সরকার দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মৃত আব্দুল গণি সরকারের ছেলে।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন পৌর এলাকার বড় আলমপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সিএনজি চালক আবুল কাশেম, সুবিল ইউনিয়নের মাছুয়াবাদ গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মো. নাইমসহ অজ্ঞাত আরও দুই নারী যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দুই নারী যাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকীদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে চালক আবুল কাশেমকেও আশঙ্কাজনক অবস্থায় কুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত যাত্রী মো. নাইম জানান, তারা কংশনগর থেকে দেবিদ্বার আসছিলেন। চরকাকর স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ রাস্তার ওপর একটি কুকুর উঠে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে সিএনজি চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে যায় এবং যাত্রী আব্দুল ওয়াহেদ সরকার ঘটনাস্থলেই মারা যান। সিএনজি চালকসহ তারা চারজন গুরুতর আহত হন।

এ বিষয়ে মীরপুর হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz