সংবাদদাতা মেঘনা
কুমিল্লা-২ হোমনা-মেঘনা পুনর্বহালের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা উপজেলার ভাটেররচর এলাকায় মহাসড়ক অবরোধ করেছে হোমনা-মেঘনা নাগরিক সমাজ।
আসন পুনর্বহালের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচির পর আনুমানিক এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
গত ৩০ জুলাই আসল পুনর্বিন্যাসের খসড়ায় হোমনা ও তিতাস উপজেলা একত্রিত করে কুমিল্লা-২ আসন ঘোষণা করা হয়। এই খসড়া প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশনে আবেদন করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজ।
আগামী ২৪ আগস্ট এই আবেদনের প্রেক্ষিতে শুনানি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এর আগে নির্বাচন কমিশন ঘোষিত আসন পুনর্বিন্যাসের খসড়ায় কুমিল্লা-০১ দাউদকান্দি-মেঘনা ও কুমিল্লা-০২ হোমনা-তিতাস ঘোষণা করা হয়।
এই খসড়া কে প্রত্যাখ্যান করে হোমনা ও মেঘনা উপজেলা মিলে কুমিল্লা দুই আসন ঘোষণা করার জন্য যাবত দাবি জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা উপজেলার ভাটেরচরে মানববন্ধন কর্মসূচি শেষে মহাসড়ক অবরোধ করে হোমনা ও মেঘনা উপজেলার স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে হোমনা- মেঘনা নাগরিক সমাজ নেতা আবদুল অদুদ মুন্সী, আজহারুল হক শাহিন, আলহাজ্ব মহিউদ্দিন, মোজাম্মেল হক মুকুল, সানাউল্যা সরকার, ফাতেমা আক্তার হেনাসহ হাজারো মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়।