নিহত ১জন আহত ১জন
দেবিদ্বার প্রতিনিধি
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে পিকআপ, ট্রাক, সিএনজির ত্রিমুখী সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছে। এ ঘটনায় ওই সিএনজির আরো এ যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২০ আগস্ট) সকালে সড়কের কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী।
নিহত সিএনজি চলকের নাম মনির হোসেন(৩৯)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানার মোহাম্মদপুর গ্রামের মো মজিদ মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত একই গ্রামের কাউছার হোসেনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মনির হোসেনের ভাবী রোকসানা বেগম।
রোকসানা আরও জানান, বুধবার ভোরে মফিজুল ইসলাম নামে এক প্রতিবেশীকে সিএনজি যোগে কুসিল্লা সেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় চালক মনির ও তার চাচা কাউছার। সেখানে মফিজুলকে ভর্তি করিয়ে বাড়ী ফেরার পথে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় আসার পর পিকআপ, ট্রাক, সিএনজির ত্রিমুখী সংঘর্ষে হয়। এসময় মারাত্মক আহত সিএনজি চালব মনির ও তার চাচা কাউছারকে স্থানীয়রা উদ্ধার করে দেব্্িবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক মনিরকে মুৃত ঘেষিনা করে এবং উন্নত চিকিৎসার জন্য কাউছারকে ঢাকায় প্রেরণ করেন।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে একটি ট্রাক ও সিএনজি জব্দ করেছি। এ ঘটনায় নিহত মনির হোসেনের স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে থানাঢ একটি মামলা দায়ের করেছেন।