শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন

নাঙ্গলকোটে বিএনপি সভাপতি-সম্পাদককে কাউন্সিলর না করে সম্মেলন, কমিটি বাতিলের দাবি

  • আপডেট সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪০ দেখেছেন :

নাঙ্গলকোট প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ-সহ ইউনিয়ন নেতৃবৃন্দকে কাউন্সিলর না করে কমিটি বহাল রেখে এক গ্রুপের লোকদের নিয়ে সম্মেলন করে কমিটি করার প্রতিবাদে ও নতুন কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার বক্সগঞ্জ বাজারে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি মাহবুবুল হক, ইউনিয়ন বিএনপি নেতা সাঈদুল আকবর সুজন, ৬নং ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম, ইউনিয়ন শ্রমিক দল সভাপতি ওমর ফারুক, বক্সগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সাবেক আহ্বায়ক মুরাদ সওদাগর।

এসময় উপস্থিত ছিলেন, বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন প্রমুখ।

বিক্ষোভ মিছিলে বক্তারা সদ্য গঠিত ওই ইউনিয়ন কমিটিকে বিএনপির গঠনতন্ত্র বিরোধী, আমি-ডামি নির্বাচন দাবি করে কমিটি বাতিল এবং সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া কর্তৃক কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান ও জেলা প্রশাসককে গালিগালাজ করায় দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে দাবি করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবী জানান। এছাড়া ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আমি-ডামি নির্বাচন করায় দলের বদনাম হয়েছে বলেও দাবি করেন তারা।

নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়া বলেন, এ সম্মেলনের বিষয়ে আমি ও উপজেলা সদস্য সচিব’সহ উপজেলা নেতৃবৃন্দের কেউ অবগত নই। ইউনিয়ন কমিটি গুলোর আরো ১বছর মেয়াদ রয়েছে। তাছাড়া একটি ইউনিয়ন কমিটি বহাল রেখে জেলা নেতৃবৃন্দ উপজেলার কিছু আওয়ামী দোষরদের সাথে নিয়ে যে প্রক্রিয়ায় ইউনিয়ন সম্মেলন করে আওয়ামীলীগ নেতাকর্মীদের পুনর্বাসন করেছে এটি দলীয় গঠনতন্ত্র বিরোধী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz