ইসহাক খাঁনঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেবিদ্বার উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দ র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি, ফলজ ও বনজ বৃক্ষরোপণ, ডাস্টবিন স্থাপন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
২০ আগস্ট বুধবার দুপুর ১২টায় কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ডাস্টবিন স্থাপন এবং পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সরকার। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ইমরান হাছান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ হাসান, পৌরসভা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহামেদ মাহফুজ, সদস্য সচিব আব্দুল আলিম পাঠান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনির নিজামী ও সদস্য সচিব দেলোয়ার হোসেন।
এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদেক হোসেন ভূঁইয়া, মোঃ রুহুল আমিন, মোঃ কামরুল হাসান সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আবু মুসা সরকার, আশিক নিজামী, কাউসার আহমেদ, সুজন সরকার, মাসুম, নাসির, মিজান, সোহাগ, আরিফুল ইসলাম নিজামী, মনির হোসেন মোমেন, সোহাগ আহমেদ, আরিফসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল শুধু রাজনৈতিক আন্দোলনেই নয়, সামাজিক ও জনকল্যাণমূলক কাজেও অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পরিবেশ রক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলীয় কর্মীরা সর্বদা জনগণের পাশে থাকবে।