শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন

ভিক্টোরিয়া কলেজে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

  • আপডেট সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৩৭ দেখেছেন :

ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি 

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে একটি রক্তদানের সংগঠন বাধঁন। সোমবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৩৪৯ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে সংগঠনটি

এ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোঃ সারোয়ার আকবর। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা। 

বাঁধনের নেতৃবৃন্দ জানান, সংগঠনটি স্বপ্ন দেখে একদিন বাংলাদেশের প্রতিটি মানুষ তার নিজস্ব রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে। রক্তদান সংগঠন বাঁধন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রয়েছে।

এ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ, অর্থনীতি বিভাগের অধ্যাপক ও প্রধান উপদেষ্টা প্রফেসর মো. আবদুল আজিজ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক (মহিলা) মাহমুদা আক্তার ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মনসুর হেল্লাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ইউনিটের সভাপতি মোঃ হাবিবুর রহমান ফাহিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদা খানম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ও বিভাগীয় জোন-২ এর কেন্দ্রীয় প্রতিনিধি ইমন হোসাইনসহ বাঁধনের কর্মী, উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও সদস্যরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz