সংবাদদাতা, বুড়িচং
বুড়িচং উপজেলার ভরাসার বাজারের জায়গা নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি জামাল হোসেনসহ তার দুই ভাই গুরুতর আহত হয়েছেন। আহত বিএনপি নেতার ভাই আমির হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছেন।
আহত বিএনপি নেতা জামাল হোসেন বলেন, তিনি ও তার ভাইয়েরা বুড়িচং উপজেলার ভরাসার বাজারে পৈত্রিক একটি দোকানে ব্যবসা পরিচালনা করে আসছিল। সম্প্রতি সময়ে ভরাসার গ্রামের মফিজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম রিপন তার ভাই রতন ও মঞ্জুসহ বেশ কয়েকজন লোক ওই দোকানটি দখলের পাঁয়তারা চালায়। গত শনিবার (১৬ আগস্ট) সকালে যুবদল নেতা সাইফুল ইসলাম রিপন ও তার লোকজন জোরপূর্বক ওই স্থানটিতে ঘর নির্মাণ শুরু করেন। এতে তিনি বাধা দিলেন তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। খবর পেয়ে জামাল হোসেনের ভাই মুজিবুর রহমান, দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাদেরকেও কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। আহতরা বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
যুবদল নেতা সাইফুল ইসলাম রিপন অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আমি ওই জায়গার দখল পাই। শনিবার সকালে সেখানে ঘর নির্মাণ শুরু করলে জামাল হোসেন ও তার লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে আমি ও আমার ভাইও আহত হই।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আমির হোসেন বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।