আব্দুল গাফফার সুমন, মনোহরগঞ্জ
মনোহরগঞ্জে ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর জামাল উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগষ্ট) শনিবার দুপুরে উপজেলা সদরের দিশাবন্দ গ্রামে নিজ বাড়ির পাশের একটি পুবুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জামাল দিশাবন্দ গ্রামের সরওয়ার মেম্বারের ছেলে। ঘটনার পর নিহতের ছেলে আলাউদ্দিন বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ আগষ্ট) রাত প্রায় সাড়ে দশটার দিকে দিশাবন্দ গ্রামের জামালের সাথে একই গ্রামের বাচচু মিয়ার ছেলে সাকিবের কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এতে উভয়েই আহত হয়। খবর পেয়ে জামালের ছেলে আলাউদ্দিন তার বাবাকে উদ্ধার করতে গেলে সেখানে সেও হামলার শিকার হন। আহত জামাল ও তার ছেলে আলাউদ্দিন কে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাকিবকে চিকিৎসার জন্য কুমিল্লার একটি হাসপাতালে নেয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর জামাল বাড়ি চলে যান। রাত আনুমানিক দুইটার দিকে তিনি ছেলেকে হাসপাতালে দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। পরদিন দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল পাঠায়।
মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, লাশ উদ্ধার করে সুরুতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ছেলে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।