শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন

মেঘনায় নদীপথে চাঁদাবাজি করতে গিয়ে যুবক গ্রেপ্তার

  • আপডেট সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৭ দেখেছেন :

সংবাদদাতা, মেঘনা 

মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের পাড়ারবন্দ গ্রামের নদীপথে চাঁদাবাজির সময় মো. আশরাফুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। তিনি ওই গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

রোববার (১৭ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন এর নেতৃত্বে এসআই নুরুল হক, এএসআই কবির হোসেন, কনস্টেবল সোহাগ, কনস্টেবল সুজন ও কনস্টেবল মোহাম্মদ আলমের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় কাঠালিয়া ব্রিজের দক্ষিণ পাশের পাড়ারবন্দ এলাকা থেকে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। আসামির সঙ্গে থাকা একটি ইঞ্জিনচালিত ট্রলার, একটি রামদা এবং নগদ ৪ হাজার ৩ শত টাকা জব্দ করা হয়েছে।

এ বিষয়ে চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন বলেন, গ্রেপ্তারকৃত আশরাফুলের সঙ্গে থাকা আরও ৬–৭ জন সহযোগী পালিয়ে গেছে। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় নদীপথে চাঁদাবাজি করে আসছিল। এ ঘটনায় আশরাফুলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, নদীপথে চাঁদাবাজি ও জলদস্যুতার মতো অপরাধ দমনে নৌপুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz