শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

তওহীদ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার ফিরিয়ে দিতে সক্ষম- ফেনীতে রুফায়দাহ পন্নী

  • আপডেট সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪২ দেখেছেন :

 

ফেনীতে ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হেযবুত তাওহীদের ফেনী জেলা নারী বিভাগের পক্ষ থেকে শনিবার(১৬ আগষ্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি ভবনে এই আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী বলেন- ‘পশ্চিমা পলিসি আমদানি করে বা কিছু কমিশন গঠন করে নারীর প্রকৃত মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমানে সমাজে নারীদেরকে যেভাবে ভোগ্যবস্তুতে পরিণত করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। একমাত্র তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই নারীদের প্রকৃত সম্মান ও অধিকার নিশ্চিত করতে সক্ষম।’

রাসুলুল্লাহ (সা.) এর যুগে নারীরা মসজিদে যেতেন, নামাজ পড়তেন, খুতবা শুনতেন, বাজার ব্যবস্থা ও হাসপাতাল পরিচালনা করতেন। এমনকি যুদ্ধের মতো বিপদজনক জায়গাতেও তাদের উপস্থিতি ছিল। যোগ্য কিন্তু নারী বলে তাদের কোন দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়নি- এমন নজির নেই- বলেন হেযবুত তাওহীদের এই নারী নেত্রী।

তিনি আরো বলেন,’ হেযবুত তাওহীদের প্রস্তাবিত তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের জন্য কোন কোটার প্রয়োজন হবে না। নারীদের অবলা বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়; তারা যোগ্যতা, প্রজ্ঞা মেধা দিয়েই রাষ্ট্রীয় সকল অঙ্গনে নিজেদের স্থান করে নেবে।

হেযবুত তাওহীদের ফেনী জেলা নারী বিষয়ক সম্পাদক ছালেহা বেগম লাভলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেযবুত তাওহীদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর আলম, চট্টগ্রাম বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক জোবেদা আক্তার বেবী, শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের কেন্দ্রীয় উপ-সম্পাদক রাকিব আল হাসান, ফেনী জেলা সভাপতি আব্দুল ওয়াহেদ মামুন, কুমিল্লা অঞ্চলের নারী বিষয়ক সম্পাদক আসমা আক্তার, ফেনী জেলার নারী ও শিশু বিষয়ক সম্পাদক রহিমা আক্তার সুমি প্রমুখ।

বক্তারা বলেন, এখনো বাংলাদেশে নানান ভাবে নারীরা হেনস্থার শিকার হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ এবং নারীদের প্রকৃত অধিকার ফিরিয়ে দিতে আল্লাহর প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।

ফেনীর জেলার বিভিন্ন থানা থেকে শত শত নারী নির্দিষ্ট সময়ের মধ্যে এসে উপস্থিত হলে হল রুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মুহূর্মুহু স্লোগান এবং করতালির মধ্য দিয়ে তারা বক্তাদের বক্তব্যে সমর্থন জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন হেযবুত তওহীদের নারী সদস্য আনিছা বিনতে আবছার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz