স্টাফ রিপোর্টার,
ইসলামিক শিক্ষা ও সমাজকল্যাণে অগ্রণী ভূমিকা রাখা সংগঠন হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপন করেছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে এ উপলক্ষে আয়োজন করা হয় বৃত্তি প্রদান অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে অংশগ্রহণ করে স্থানীয় আলেম-ওলামা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ জনগণ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সদস্যরা সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
আলোচনায় প্রধান বক্তা দারুন্নাজাত ছিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ.খ.ম আবু বকর ছিদ্দীক বলেন, হাফেজ কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই দেশব্যাপী হিফজুল কুরআনের শিক্ষার্থীদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। তারা শিক্ষাবৃত্তি, চিকিৎসা সহায়তা, কিতাব ও জামা বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করছে। আমি বিশ্বাস করি শিক্ষকরা হিফয শিক্ষার পাশাপাশি আদব, আমল-আখলাক শিক্ষা দিবেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বৃত্তি প্রদান পর্ব, যেখানে দেশের বিভিন্ন মাদরাসার কৃতি হাফেজ ও ছাত্রদের মাঝে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা তাদের মেধা, আচরণ এবং অধ্যবসায়ের ভিত্তিতে এ সম্মান অর্জন করে।
দিনব্যাপী আয়োজনে ছিল ধর্মীয় কুইজ প্রতিযোগিতা, হামদ-নাত পরিবেশনা ও কবিতা আবৃত্তি, যা শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য এবং হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম ছালেহীর সঞ্চালনায় ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঢাবির অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমীন।
অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাজী আমিন উর রশীদ ইয়াসিন, মাওলানা রুহুল আমিন, হাফেজ মাওলানা মহিউদ্দিন, মাওলানা আব্দুল কাদের, প্রমুখ।
হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা জানান, ভবিষ্যতেও তারা সমাজে গরীব ও মেধাবী হাফেজ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাবে।