দেবিদ্বার প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার ভানী ইউনিয়নের সূর্যপুর মাদ্রাসায় এই দোয়া ও মিলাদ মাহফিল হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। এ আয়োজন করেছে দেবিদ্বার উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন।
সূর্যপুর মাদ্রাসা দোয়া ও মিলাদ মাহফিল উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, সদস্য সচিব কাজী মাসুদ হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জরুল হক সরকার, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম পাঠান, ভানি ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ফরাজি, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সরকার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমুখ।
এছাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।