মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
আব্দুল গাফফার সুমন, মনোহরগঞ্জ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে লাকসাম পৌর মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। উদ্ভোদন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন।
সম্মেলন শেষে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি করা হয় আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারীকে, সাধারন সম্পাদক করা হয় অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনকে।
এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক মো. আবুল কালাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আমিরুজ্জামান আমির, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ সুলতান খোকন, প্রয়াত সাবেক এমপি কর্ণেল (অবঃ) এম আনোয়ারুল আজিম কন্যা সামিরা আজিম দোলা, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. শরীফ হোসেন, মাসুদুল আলম বাচ্চু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদসস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউসুফ ভূঁইয়া, প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, কাজী আবুল বাসার কিরন, এস এম মুনসুর আলম, এম শওকত হোসেন শিহাব প্রমুখ।