শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

আপনার কণ্ঠে হাসিনার টোন: এনসিপি নেতা নাসীরুদ্দীনের উদ্দেশে রিজভী

  • আপডেট সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৪ দেখেছেন :

অনলাইন ডেক্স 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)  মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘গতকাল (মঙ্গলবার) এনসিপির এক নেতা নির্দ্বিধায় বলে গেলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তো ভাই, কখন হবে? আপনার বক্তৃতার মধ্যে দেখলাম, হাসিনা যে টোনে কথা বলতেন, সেই টোনটাই আপনার কণ্ঠ থেকে বেরিয়ে এসেছে। আরেকটা কর্তৃত্ববাদী শাসনের সুর, কর্তৃত্ববাদী শাসকের যে মনোভাব, আমরা তা আপনার বক্তব্যে পেলাম।’

গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের উত্তর সাতকানিয়ার কালিয়াইশ গ্রামে ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ কথা বলেন। এ সময় তিনি অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসাসহায়তা, এক মৃত যুবদল নেতার পরিবারকে ব্যাটারিচালিত অটোরিকশা এবং ২০২৪ সালের গণ–অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকে চিকিৎসাসহায়তা দেন।

রিজভী বলেন, ‘শেখ হাসিনার আমলে কেউ গুম হয়েছেন, কেউ বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন, কেউ মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে থেকেছেন। আমাদের বিরুদ্ধে সর্বনিম্ন ৫০টি থেকে সর্বোচ্চ ৫০০টি মামলা দেওয়া হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে আর কারও অস্তিত্বে বিশ্বাস করতেন না। বাংলাদেশকে তিনি নিজের পৈতৃক সম্পত্তি মনে করতেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দীন, সংগঠনের উপদেষ্টা আশরাফ উদ্দিন, আবুল কাশেম, সদস্যসচিব মোকছেদুল মোমিন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz