শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

চান্দিনায় নকল ব্র্যান্ডের তেল বিক্রি করায় ১ লাখ জরিমানা

  • আপডেট সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১০ দেখেছেন :

সংবাদদাতা, চান্দিনা 

কুমিল্লার চান্দিনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে সয়াবিন তেল বোতলজাতকরণ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) চান্দিনা উপজেলার হারঙ ইউনিয়নের উদিলার পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে দেখা যায়, ‘রহমান কনজিউমার ফুড প্রডাক্ট লি.’ নামের প্রতিষ্ঠানটি ড্রামের সয়াবিন তেল কোনো প্রক্রিয়াজাতকরণ ছাড়াই বোতলজাত করে বাজারজাত করছে ও সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করছে। এছাড়া প্রতিষ্ঠানটি ‘রূপচাঁদা’ ব্র্যান্ড নকল করে মোড়কীকরণ করছে।

তদুপরি, প্রতিষ্ঠানটি লেভেলবিহীন সুগন্ধি পানি মিশিয়ে কেওড়া জল নামে পণ্য তৈরি ও বাজারজাত করছে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। সহযোগিতায় ছিলেন, BSTI ফিল্ড অফিসার ইকবাল আহমেদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ও কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz