মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
আবদুল গাফফার সুমন- মনোহরগঞ্জ
আগামীকাল ১৪ আগষ্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। ৩ সাংগঠনিক পদের বিপরীতে মাঠে লড়ছেন ১১ প্রার্থী। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এ উপলক্ষে উপজেলার বিভিন্নস্থানে নিজ নিজ প্রার্থীর পক্ষে মোটর শোভাযাত্রাসহ, ব্যানার, পেস্টুন, তোরণ নির্মান করছেন তাদের অনুসারিরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেসে উঠছে প্রার্থীদের ছবি সম্বলিত বিভিন্ন পোস্ট। সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ এ তিন পদে মাঠে রয়েছেন ১১ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ৬ জন, সাধারন সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্ধীতা করছেন ৩ জন প্রার্থী। সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী (হেলিকপ্টার), উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ¦ শাহ সুলতান খোকন (বাস), উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইউসুফ ভূঁইয়া (মটর সাইকেল), ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক (গরুর গাড়ি), উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রফেসর আলী মর্তুজা ভঁূঁইয়া (রিক্সা), উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন সৈকত (ট্রাক)। সাধারন সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন (হরিণ), উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শরীফ হোসেন (হাতি)। সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদুল আলম বাচ্ছু (আম), মোবারক হোসেন (আনারস) ও মোস্তাফিজুর রহমান (আপেল)।