শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন

  • আপডেট সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৯ দেখেছেন :

সংবাদদাতা, ব্রাহ্মণপাড়া

গাজীপুরের আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাব মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।

রবিবার (১০ আগষ্ট) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা এ নৃশংস হত্যার গভীর ক্ষোভ, তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানায়। এ সময় বক্তারা বলেন, এই বর্বরোচিত হত্যাকাণ্ড গণমাধ্যমের কণ্ঠরোধ এবং মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন হামলা। এটি শুধু একজন সংবাদকর্মীকে হত্যাই নয়, এটি সত্য প্রকাশের সাহসী কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার একটি ভয়াবহ চেষ্টা।

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুল আলীম খান বলেন, এই ধরনের পৈশাচিক হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের জন্য এক গভীর শোক ও আতঙ্কের বার্তা। এর পেছনে যেই হোক, দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। কোনো ভাবেই যেন দোষীরা আইনের ফাঁক দিয়ে পার না পায়।

এ সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সৌরভ মাহমুদ হারুন, বিল্লাল হোসেন, ইউনুস মিয়া, সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও শ্রমিক দলের সভাপতি আবু কাওসার, উপজেলা প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরী, প্রচার সম্পাদক গাজী মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক মোঃ শরিফ খান আকাশ, সমাজ কল্যাণ সম্পাদক আতিকুল ইসলাম রাজু, অর্থ সম্পাদক কাজল চন্দ্র সরকার, সম্মানিত নির্বাহী সদস্য হুমায়ুন কবির, গোলাম মোহাম্মদ বাকী, অলিউল্লাহ, সেলিম সরকার প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz